খােলা বাজার২৪। শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮: বাহুবলির খোলাস ছেড়ে বেরিয়ে এসেছেন ছবির সব অভিনেতা, অভিনেত্রীরাই। একদিকে বাহুবলী প্রভাস যখন শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার নতুন ছবি সাহো-র শুটিং নিয়ে ব্যস্ত। বাহুবলির ভিলেন ভল্লালদেব রানা ডগ্গুবাটি তখন ওজন ঝরাতে ব্যস্ত জিমে। ইতোমধ্যেই তার আগামী ছবি ‘হাতি মেরে সাথী’ এর জন্য ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন রানা।
এব্যাপারে তিনি বলেন, বাহুবলির পর অন্য ছবির জন্য ফের স্বাভাবিক চেহারায় ফিরতেই হত আমাকে। সেজন্য হঠাৎ করে ওজন না ঝরিয়ে ধীরে ধীরে তা করছি। তার জিম ট্রেনার বলেছেন, ওজন কমাতে গত ৬ সপ্তাহ শুধুই নিরামিষ খেয়েছেন রানা। প্রতি দুঘন্টা অন্তর খেতে ভালোবাসা রানা খাওয়া কমিয়ে দিনে মাত্র ৩ বার খেতেন।
কোনও রকম প্রোটিনযুক্ত খাবার বা পানীয় এই ৬ সপ্তাহ গ্রহণ করেননি তিনি। সব রকমের ওয়েট ট্রেনিং বন্ধ করে দিয়ে শুধুমাত্র কার্ডিও এক্সারসাইজ করতেন। ট্রেনার আরো জানান, ৪ বছর ধরে ভল্লালদেবের ওই চেহারা তৈরি করেছিলেন রানা। কড়া ডায়েটে ছিলেন। কোনওরকম কার্বোহাইড্রেট বাদ দিয়ে তখন শুধু প্রোটিনই খেতেন রানা। রানার আগামী ছবি রাজেশ খান্না, তনুজা অভিনীত পুরনো ছবিটিকে শ্রদ্ধার্ঘ্য বলে জানিয়েছেন পরিচালক প্রভু সলোমন।
হিন্দি, তেলুগু এবং তামিল, ৩ ভাষাতেই তৈরি হবে নতুন ছবি ‘হাতি মেরে সাথী’। ছবির গল্পে রানা জঙ্গলনিবাসী এক যুবক, যিনি বুনো হাতিদের সঙ্গেই থাকেন। খুব শিগগিরি তাইল্যান্ডে শুটিং শুরু হবে ছবির। মুক্তি পাওয়ার কথা দিওয়ালিতে। সূত্র: আজকাল