Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: ক্যারিয়ারের শুরু থেকে টিভি পর্দায় আলোচিত এই শিল্পী। তবে তিনি হয়তো চলচ্চিত্র পর্দার আলোচিত তারকা হতে পারতেন। দেশের অন্যতম আলোচিত ছবি ‘মনপুরা’তে অভিনয়ের কথা থাকলেও তা আর করা হয়নি।

নতুন করে এমন তথ্যটি উঠে আসে সেলিব্রেটি শো’তে উপস্থাপক বন্যা মির্জা এবং অতিথি প্রভার কথোপকথনের শুরুতে। ফেসবুকভিত্তিক জনপ্রিয় এ অনুষ্ঠান সরাসরি প্রচার হয় আজ (১০ জানুয়ারি) বিকাল চারটা থেকে।

সেখানে তিনি ‌‘মনপুরা’ মিসিংয়ের গল্পটা বললেন এভাবে, ‘‘শুটিং শুরুর মাত্র ১১দিন আগে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমি ‘না’ করি। একটি শুটিংয়ের জন্য আমি যা যা চাই, তার সবই পেয়েছিলাম। সেলিম ভাই আমাদেরকে নিয়ে অনেক দিন রিহার্সেল করেছিলেন। কিন্তু আমার ফ্যামিলি চায়নি সিনেমা করি। তখন আমার বয়স বা ম্যাচুরিটি সেভাবে ছিল না যে আমি জোর গলায় বলতে পারি, আমি সিনেমাতে কাজ করতে চাই।’’

এদিকে সম্প্রতি ‘আমাকে বাঁচতে দিন’ বলে ফেসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছিলেন প্রভা। সেখানে অকপটে নিজের সম্পর্কে নানা কথা বলেন।  প্রভার বক্তব্য ছিল এমন, ‌‘আমি কখনোই ড্রাগস নিইনি। বরং ড্রাগসের কারণে আমি আমার অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছি। আর আমি সেদিন স্ট্যাটাস দিয়েছিলাম, কারণ তার আগের দিন একটি ঘটনা ঘটে। আমি ও আমার এক বান্ধবী সন্ধ্যায় এক রেস্তোরাঁয় গিয়েছিলাম। সেখানে এক মদ্যপ ব্যক্তি আমার সঙ্গে বাজে ব্যবহার করেন। তার বক্তব্য ছিল, খুব অশ্লীল।’

পর্দার বাইরেও নানা কারণে আলোচনার বিষয় হয়েছেন এ অভিনেত্রী। অতীতে ঘটে যাওয়া অনেক বিষয়ে এখনও হেনস্থার শিকার তিনি। অতীত নিয়ে বর্তমান অবস্থাটা প্রভা ব্যাখ্যা করেন এভাবে, ‘খারাপ কমেন্ট আমাকে দাগা দেয় না। আমি যখন পাবলিক প্লেসে থাকি; তখন বাজে কমেন্ট শুনতে পাই না। মানুষ টিজ করছে ঠিকই কিন্তু আমি শুনতে পাই না। যারা বলছে, তারা হয়তো পুরনো একটা বিষয়ে মজা করার জন্য বলছে। তারা মজা নিচ্ছে, নিক। আমি ওদিকে তাকাই না। খারাপ কথা বললে আমি কেন জানি আর শুনি না, তাকাই না। খারাপ মন্তব্যে আমাকে কোনও কষ্ট দেয় না। কারণ আমি জানি আমি কী।’

প্রভার আরও এমন মন্তব্য ও স্বীকারোক্তি দেখতে পারবেন বাংলা ট্রিবিউনের অফিশিয়াল ইউটিউবে।