Wed. Oct 15th, 2025
Advertisements

চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার আর নেই
খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮:বাংলা চলচ্চিত্রের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় মারা যান তিনি।

সিরাজ হায়দারের বড় ছেলে নাট্য নির্মাতা লেলিন হায়দার বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে।

১৯৭২ সালে সহকারি পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সিরাজ হায়দার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র (রঙ্গীন) জল্লাদের দরবার। তিনি প্রায় ৪০০টিও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

তিনি মঞ্চেও সমানভাবে অভিনয় করেছেন। মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র ২৯ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন। তার মৃত্যুতে চলচ্চিত্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।