Tue. Oct 14th, 2025
Advertisements

ড. মির্জা আজিজুল ইসলাম – খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮:  তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি যেন ১৬ হাজার টাকা সর্বনিম্ন বেতন করা হয়। তারা এমন দাবি করলেই হবে না। কারণ, এখানে উৎপাদন খরচেরও একটি ব্যাপার আছে। যে মাত্রায় হলে, শ্রমিকরা একটি নিম্নতম জীবন যাত্রার মান বজায় রাখতে পারবে, সেভাবে করা উচিত।

বর্তমান বাজারের দ্রব্যমূল্যের দাম দেখে এটি বিবেচনা করা দরকার। আবার এমন বেশি করা যাবে না, যার জন্য পোশাকশিল্প হুমকীর মুখে পড়ে। অতিরিক্ত বৃদ্ধি করলে, উৎপাদন খরচ বাড়বে। এতে করে এক্সপোর্ট মার্কেটে একটি প্রভাব পড়বে। বর্তমানে আমাদের এক্সপোর্ট মার্কেট তেমন সন্তোষজনক নয়। এর মধ্যে আবার এই সমস্যা দেখা দিলে, অনেক গার্মেন্টস বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিবে।

যার প্রভাবে আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। যারা চাকুরিতে থাকবে, তারা হয়তো বেতন বেশি পাবে। কিন্তু অন্যদিকে বেকারত্ব বেড়ে যাবে। তাই সব দিক বিবেচনা করে মজুরি বোর্ডটি গঠন করতে হবে। যাতে শ্রমিকরাও খুশিমনে কাজ করে আবার অতিরিক্ত করার ফলে রপ্তানী মার্কেটেও কোন নেতিবাচক প্রভাব না পড়ে।
পরিচিতি : অর্থনীতিবিদ
আমাদের সময়.কম