Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: যুক্তরাষ্ট্রের টিভি রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ান তৃতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ৩৭ বছরের এই তারকা তার ওয়েবসাইটে জানান, গত সোমবার রাত ১২টা ৪৭মিনিটে শিশুটি জন্মগ্রহণ করে। মেয়েটির স্বাস্থ্য ভাল আছে, আমরা ভালবাসায় ডুবে আছি। ওর ওজন ৭.৬ পাউন্ড।

কিমের কন্যা সন্তানটির নাম এখনো ঘোষণা করা হয়নি। সারোগেট বা গর্ভভাড়ার মাধ্যমে শিশুটি জন্ম নিয়েছে। কিম বলেন, গর্ভ ভাড়া দেওয়ার জন্যে আমরা খুবই কৃতজ্ঞ কারণ তিনি আমাদের স্বপ্নকে সত্যি করেছেন। বিশেষ যত্ন নেওয়ার জন্যে কিম চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। কিমের আরো দুটি সন্তান নর্থ ও সেইন্ট তাদের বোনকে পেয়ে ভীষণ উচ্ছসিত বলে জানান কিম। মেয়ে নর্থের বয়স ৪ ও ছেলে সেইন্টের বয়স ২ বছর।

২০১৪ সালে কিম কার্দাশিয়ান ও র‌্যাপ সঙ্গীত শিল্পী কেনি ওয়েস্ট বিয়ে করেন। কিমের জরায়ুতে গর্ভফুল গভীরভাবে সংযুক্ত হওয়ায় স্বাস্থ্যগত কারণে চিকিৎসকরা ঝুঁকি বিবেচনা করে সারোগেটের মাধ্যমে তৃতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেন। এজন্যে কিমকে খরচ করতে হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলার। এছাড়া কিমকে গর্ভবতীকালীন ধুমপান, ড্রাগ নেওয়া ও হট বাথ, চুল শুকানো, কাঁচা মাছ খাওয়া একদম নিষিদ্ধ করেছিলেন চিকিৎসকরা। কিমের টুইটারে অনুসারীর সংখ্যা ৫৮.৩ মিলিয়ন। আল-আরাবি