Tue. Oct 14th, 2025
Advertisements

ইরানে বাদামি ভল্লুক হত্যায় ২ বছরের জেল, ১৪ হাজার ডলার জরিমানাখােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: ইরানের একটি আদালত একটি বাদামি ভল্লুক হত্যার জন্যে এক শিকারিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীন বন্দুক দিয়ে এ শিকার করার জন্যে তার জরিমানা করা হয়েছে ১৪ হাজার ডলার। দেশটির পরিবেশ বিভাগের প্রধান আলী আকবার ঘোরবানলো বলেন, স্থানীয় একটি গ্রামের বাসিন্দারা অভিযোগ করলে পরিবেশ বিভাগের লোকজন ঘটনাস্থলে যেয়ে দেখতে পায় ভল্লুকটি মৃত পড়ে আছে।

এর আগে ভল্লুকটি হত্যার জন্যে ওই শিকারি স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়ে। পরে তাকে বিচারের জন্যে আদালতে সোপর্দ করা হয়। আদালত এ রায় দিয়ে বলেছে এধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে তাকেও একই ধরনের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে। মেহর নিউজ