খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮: পদ্মাবত ছবিটি নিয়ে শুরু থেকেই বির্তক চলছিল। আর এ বির্তক এক সময় এমন রূপ নেয় যে অনেকেই ধরে নিয়েছিল ছবিটি কোনোভাবেই আর মুক্তি পাবে না।
গত বছরের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তির কথা থাকলেও বিক্ষোভের মুখে তা পিছিয়ে যায়। সিনেমাটি নিয়ে আপত্তি জানায় রাজপুত করনি সেনা। তবে সকল বাধা ডিঙিয়ে ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় সিনেমাটি।
আর মুক্তি পেয়েই বক্স অফিসে প্রথম দিনে পদ্মাবত সিনেমার আয় ছিল প্রায় ১৮ কোটি রুপি। দ্বিতীয় দিনে আরো ৩২ কোটি রুপি যোগ হয় ‘পদ্মাবত’ এর ঝুলিতে। যা প্রায় বাংলাদেশি টাকায় মোট ৬৫ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার টাকা। এছাড়া ২৪ জানুয়ারি পেড প্রিভিউ থেকে আরো পাঁচ কোটি রুপি আয় করে ছবিটি।
ভারতের বাইরেও ভালো ব্যবসা করেছে পদ্মাবত। অস্ট্রেলিয়াতে দুই দিনে ৪.৬৫ কোটি রুপি, নিউজিল্যান্ডে ৭৬.১০ লাখ রুপি, যুক্তরাজ্যে ২.৬৪ কোটি রুপি এবং জার্মানিতে ৫২.৪৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, ও শহিদ কাপুর।