Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনকভাবে হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। এবার সেই লঙ্কানদের সাথেই টাইগারদের সামনে টেস্ট সিরিজ। এই টেস্টকে সামনে রেখে গতকাল রোববার বিকালেই চট্টগ্রামে পৌঁছেছে দুদল।

প্রথম টেস্টে দলে থাকতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে দলে যোগ দিয়েছেন সানজামুল, তানভীর হায়দার ও অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

হতাশাজনক হারের পর ভালো লড়াইয়ের আশা নিয়েই টেস্ট শুরু করবে বাংলাদেশ। আগামী ৩১ জানুয়ারি প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।