Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮:  প্রথমবারের মত মা হলেন ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার প্রথম রানার্স আপ এবং মডেল-অভিনেত্রী আলভী।

২৫ জানুয়ারি সকালে আমেরিকার ভার্জিনিয়া হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

আলভী নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, নারী জীবনের পরিপূর্ণতা পেলাম। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ তিনি আমাকে ফুটফুটে একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার স্বামী আমিরও ভীষণ খুশি। সবাই দোয়া করবেন যাতে আমাদের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে।

২০১১ সালের ১১ অক্টোবর আমিরের সঙ্গে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে হয়। আমিরা হাসিন এহেলি তাদের প্রথম সন্তান।