Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

৩২ বছর পর আলমগীর-চম্পাখােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: চিত্রনায়ক হিসেবে খ্যাতি অর্জন করলেও আরও একটি পরিচয় আছে আলমগীরের। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলে চলচ্চিত্র পরিচালনাও করতে দেখা গেছে তাকে। ৩২ বছর আগে ‘নিস্পাপ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেনে তিনি। চলচ্চিত্রটিতে আলমগীরের বিপরীতে নায়িকা ছিলেন চম্পা। তারপর অনেক আলাদা আলাদা দেখা গেলেও আলমগীর-চম্পাকে একসঙ্গে দেখা যায়নি কোনো চলচ্চিত্রে।

৩২ বছর আবার নিজের চলচ্চিত্রে চম্পাকে সঙ্গে রাখলেন আলমগীর। বুধবার সেন্সরবোর্ড থেকে মৌখিক ছাড়পত্র পেল আলমগীর পরিচালিত নতুন চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। কদিন পরেই চলচ্চিত্রটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেয়া হবে বলে জানালেন সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন। ছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর’সহ অনেকে।
‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি আগামী বৈশাখে মুক্তি পেতে পারে বলে ধারণা দিলেন আলমগীর।