খােলা বাজার২৪। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮: অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’ ছবিটি। বানসালির নির্মিত এই ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল। তাই মুক্তির পর দর্শকদের প্রেক্ষাগৃহের দিকে টেনেছে ‘পদ্মাবত’। আর তারই ফল হিসেবে দুই সপ্তাহ না পেরুতেই ২০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।
মুক্তির মাত্র এগারো দিনের মাথায় গোটা ভারত থেকে ‘পদ্মাবত’ ছবিটির আয় ছাড়িয়েছে ২০০ কোটি। প্রথম সপ্তাহের শেষে ছবিটির আয় দাঁড়িয়েছিল ১৬৬ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করে ৪৬ কোটি। যা মিলিয়ে পদ্মাবতের মোট আয় দাঁড়িয়েছে ২১২ কোটি।
ছবিটির কাহিনী ষোলো শতকের সুফি কবি মালিক মাহমুদ জয়সির লেখা বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’কে কেন্দ্র করে লেখা হয়েছে। ছবিতে শহিদ কাপুর ছাড়াও রানী পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।