খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: গতবছরের শেষের দিকে নিজের বিয়ে নিয়ে গণমাধ্যমে সরাসরি মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। এ বছরে ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী আগামীকাল জান্নাতুল ফেরদৌস জারার সাথে গাঁটছাট বাঁধতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পারিবারিক আত্মীয়রা ছাড়াও উপস্থিত ছিলেন তৌসিফের মিডিয়ার সব কাছের বন্ধুরা। ৩ বছর প্রেমের সম্পর্কের পর তৌসিফ ও জারা তাদের পরিবারের মতে বিয়ে করছেন।
তৌসিফ বলেন, ‘সবার দোয়ায় সবকিছুই ভালোভাবে হলো। কৃতজ্ঞ আমার বন্ধুদের প্রতি। তাদের সহযোগিতা ও উপস্থিতিতে একটি সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। সবার ভালোবাসায় নতুন জীবন শুরু করতে চাই।’
আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
তৌসিফ জানান, হলুদে সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। তাই সংবর্ধনা অনুষ্ঠানটি বেশ জাঁকজমকভাবে আয়োজন হতে যাচ্ছে।