Wed. Jul 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: দীপিকা তার নতুন সিনেমা ‘পদ্মাবত’  মুক্তি পর সহকর্মীরা শুভেচ্ছা জানায়। বলিউড পাড়ায় এটা একটা প্রচলিত রীতি।  হয়তো টুইটার বা ফেসবুকে দু’এক কলমও লিখে শুভেচ্ছা জানান মুক্তিপ্রাপ্ত ছবির শিল্পীদের। কিন্তু দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে অন্যরকম ঘটনাই ঘটে চলেছে।

সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’-এ রানি পদ্মাবতীর চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তারকাদের উপহার পাচ্ছেন দীপিকা। শুরুটা করেছিলেন ঋষি ও নিতু কাপুর। তারা ফুল পাঠিয়ে দীপিকাকে ভালোবাসায় সিক্ত করেছিলেন। এবার উপহার ও চিঠি পাঠিয়ে এ ধারাবাহিকতা ধরে রেখেছেন দীপিকার ‘পিকু’ ছবির সহশিল্পী বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রেখা উপহারের সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন দীপিকাকে। এতে যারপরনাই খুশি দীপিকা। টুইটারে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আন্দাজ করুন, কে পাঠিয়েছে? রেখা জি’র কাছ থেকে হাতে লেখা চিঠি ও উপহার পেয়েছে সৌভাগ্যবতী দীপিকা!’

তবে ছবি ‍মুক্তির পর উপহার পাওয়াটা দীপিকার জন্য নতুন কিছু নয়। এর আগে ‘বাজিরাও মাস্তানি’ ছবি দেখে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন রেখা।