খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: আবারও চমক নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ‘বড় ছেলে’র জনপ্রিয়তা তাদেরকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এবার বিশ্ব ভালোবাসা দিবসে এই ঝুটি নিয়ে আসছে নাটক ‘টুকরো প্রেমের টান’।নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।
সেজান নূরের রচনায় নাটকের গল্পে দেখা যাবে- মৌমিতার দুচোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে।সুযোগ পেলে কাছের বন্ধু রাহাতকে গান শোনানোই মৌমিতার কাজ।কিন্তু মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক মন থেকে তা চায় না রাহাত। কেননা রাহাত মৌমিতাকে ভীষণ ভালোবাসে। রাহাত মনে করে মৌমিতা যদি সেলিব্রেটি হয়ে যায়, তবে সে তাকে ভুলে যাবে।
এদিকে ঘটনাক্রমে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকেন নানান ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। আগামী ১৪ ফেব্রুয়ারি এটিএন বাংলায় রাত ৯টায় ‘টুকরো প্রেমের টান’ প্রচারিত হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন