খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ১৬ ফেব্রুয়ারি দুই বাংলায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘নুরজাহান’। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেলো মিট দ্য প্রেস অনুষ্ঠান।
ওপার বাংলার নির্মাতা অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আব্দুল আজিজ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ভারতীয় অভিনেতা অদ্রিত ও বাংলাদেশের পূজা চেরি অভিনয় করেছেন। এটি শুধু এই জুটি নয়, তাদের পৃথকেরও প্রথম চলচ্চিত্র। এ কারণে সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তারা।
পূজা চেরি বলেন, এ ছবিতে থাকছে দুই কিশোর-কিশোরীর হৃদয়ছোঁয়া প্রেমের গল্প। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। চেষ্টা করেছি সর্বোত্তমটা দেয়ার। আশারাখি দর্শক ভালো একটি সিনেমা পেতে যাচ্ছে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন, একটাই অনুরোধ। গ্যারান্টি দিচ্ছি, নিরাশ হবেন না।
অদ্রিত বলেন, এটা আমার অভিনীত প্রথম সিনেমা। চেষ্টা করেছি নিজেকে নিংড়ে ভালোটাই দিতে। জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টার ত্রুটি ছিলনা। বাকীটা ১৬ ফেব্রুয়ারি আপনারা হলে গিয়ে দেখে বলতে পারবেন। অপেক্ষায় থাকবো আপনাদের মতামত শোনার, জানার।
অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ওপার বাংলার পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, নাদের চৌধুরী, নুরজাহান সিনেমার অভিনয়শিল্পী ওমর আয়াজ অনি, সেতু, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র জান্নাতুল নাঈম এভ্রিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রডাকশন ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সিনেমার কাহিনী লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও অভিমন্যু মুখার্জি।