Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮: ইরানের হোরমোজগান প্রদেশে স্বাস্থ্য সুবিধা ও সেবা পৌঁছে দিতে দেশটি মেরিন বা জল এ্যাম্বুলেন্স চালু করেছে। হোরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স এধরনের এ্যাম্বুলেন্স তৈরিতে খরচ করেছে সাড়ে ৭ লাখ মার্কিন ডলার। এ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক চিকিৎসার জন্যে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট ও চারটি বেড রয়েছে। এছাড়া ৭৭ হাজার ডলার খরচ করে বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে এমন এ্যাম্বুলেন্স আরো সংগ্রহ করছে ইরান। ভবিষ্যতে দেশটিতেই এধরনের এ্যাম্বুলেন্স তৈরির চিন্তাভাবনা চলছে।

ইরানের কর্মকর্তারা বলছেন, ঘুর্ণিঝড় বা সমুদ্র উত্তাল থাকলে এধরনের এ্যাম্বুলেন্স কাজ করতে পারে না বলে এয়ার এ্যাম্বুলেন্স সংযোজনের চিন্তা করছে দেশটির সরকার। ইরানের নয়নাভিরাম ১৭টি দ্বীপের ১৪টিই হোরমোজগান প্রদেশে অবস্থিত। ২০টি মেরিন এ্যাম্বুলেন্ট চালু করা হয়েছে এ প্রদেশে। তেহরান টাইমস