Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: ক্লোজআপ তারকা নওরীনের ‘পাগল পাগল মন-২’ শিরোনামের গান প্রকাশিত হয়েছে। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাজীব।

গানটির কথা লিখেছেন এমদাদ সুমন। সুর ও সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে নওরীন বলেন, ২০০৯ সালে প্রকাশিত পাগল পাগল মন গানটি দর্শক শ্রোতাদের মনে ব্যাপক সাড়া ফেলে। তারই ধারাবাহকতায় সিডি চয়েস মিউজিক এর কর্নধার ‘পাগল পাগল মন-২’ গানটি প্রকাশ করেছেন।

রাজিব বলেন, গান হচ্ছে মানুষের প্রাণ। আর সেই গান যদি অন্তরকে ছুঁতে পারে তাহলেই আজীবন বেঁচে থাকে। আমি মনে করি, এমন একটি গান হয়েছে পাগল পাগল মন-২। গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমি বিশ্বাস করি।

সংগীত পরিচালক অমিত বলেন, কিছু কাজ হয় যা শ্রোতদের মনে অনেকদিন বেঁচে থাকে, আমি মনে করি এই গানটিও তেমন একটি গান হয়েছে। সবাইকে গানটি শোনার আমন্ত্রন রইলো।

এদিকে নওরীন ও রাজীব বর্তমানে টিভি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।