খােলা বাজার২৪। সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮: কলকাতায় সম্মানিত হলেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যনির্মাতা দীপু হাজরা।
‘কমিউনিটি হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ কলকাতা এর উদ্যোগে গত ১০ ফেব্রুয়ারি ভারতের বেহালায় আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। উদ্দেশ্যে এপার বাংলা ওপার বাংলার কয়েকজনকে সম্মানিত করা। নিজের মেধা ও কর্ম দ্বারা সমাজকে যারা নিয়ে গেছেন অনেকদূর ঠিক তাদের মধ্য থেকে কয়েক জনকে বাছাই করে মেডেল ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়া হয়। আর সেই তালিকায় বাংলাদেশ থেকে নির্বাচিত হন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা । অন্যান্যদের মধ্যে ছিলেন প্রবাসী বাংলাদেশি সংগীত শিল্পী তুলিকা ডেবী ও নাট্যকার শিপন রায় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমল মিত্র, বিশেষ অতিথি অধ্যাপক আম্বুজ মোহান্ত্রি ও শ্যামলেন্দু দাস।
সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে দীপু হাজরা বলেন, বিষয়টি আমার জন্য অবিশ্বাস্য ছিল। সত্যি অবাক করবার মতো ব্যাপার যে, আমার নাটকগুলো ওখানে দেখা হয় এবং এভাবে মূল্যায়ন করা হবে আমি কখনও ভাবিনি। বাংলাদেশে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু দেশের বাইরে এটাই আমার প্রথম সম্মাননা প্রাপ্তি। তাই আনন্দের মাত্রাও অন্যরকম। ধন্যবাদ দর্শকদের, সেই সাথে আয়োজকদেরকে যারা আমাকে এ মূল্যায়ন করলেন।