Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার ইস্যু নিয়ে ফের একবার সরব ভারতের গায়ক-কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তার মতে, এই শিল্পীদের অপরাধ এই যে তারা পাকিস্তানি৷ আর তাই বলিউডের সঙ্গে তাদের সম্পর্ক না রাখাই ভালো৷ আর তার এই বক্তব্যকে ঘিরেই ফের একবার সরগরম রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম৷

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সোনাক্ষী সিনহার ওয়েলকাম টু নিউইয়র্ক ছবিতে পাক সংগীতশিল্পী রাহত ফতেহ আলি খানের গান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি নাকি ছবির নির্মাতাদের রাহত ফতেহ আলি খানের ইস্তেহার গানটি সরিয়ে দেওয়ার অথবা কোনও ভারতীয় সংগীতশিল্পীকে দিয়ে সেটি গাওয়ানোর কথা বলেছিলেন৷

তার মতে অরিজিত সিং অনেক ভালো গাইতে পারতেন এই গানটি৷ তাই পাক শিল্পীর প্রয়োজনীয়তাকেও প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দেন বাবুল৷ প্রসঙ্গত, টাইগার জিন্দা হ্যায় ছবির দিল দিয়া গল্লা, এই জনপ্রিয় গানটি অরিজিতের কন্ঠ বাদ দিয়ে আতিফ আসলামকে দিয়ে ডাব করানো হয়৷

একটি ইংরাজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় শনিবার প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ভারত-পাক সম্পর্কের যখন এই অবস্থা তখন কেন সীমান্তের ওপার থেকে প্রতিভার খোঁজ করা হচ্ছে৷ এমনএমে পাকশিল্পীদের গান আর সংবাদ মাধ্যমে পাক হামলায় জওয়ান শহিদ হওয়ার খবর সম্প্রচার, এই দুটি বিষয় একেবারেই ঘটা উচিত নয়৷ তবে তিনি পরিষ্কার করে বলেন যে, আতিফ আসলাম বা রাহত ফতেহ আলি খানকে নিয়ে তার কোনও সমস্যা নেই, তবে তাদের নাগরিকতা নিয়ে সমস্যা রয়েছে৷সূত্র: কলকাতা ২৪