Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮: নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ছাদে থাকা চার যাত্রী একটি ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে নিহত হয়েছেন।

বুধবার ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ছাদে করে গন্তব্যে যাওয়ার সময় ওই চারজন এ দুর্ঘটনার কবলে পড়েন।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন ওই চারজন।ট্রেনটি আত্রাইয়ে এলে তারা একটি ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদ থেকে পড়ে যান।এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।