Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮: পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে মুলতান সুলতানসের কাছে ৭ উইকেটে হেরেছে পেশাওয়ার। ৫ বল বাকি থাকতে ১৫২ রানের লক্ষ্য পৌঁছে যায় মুলতান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশাওয়ারের। শূন্য রানে ফিরেন কামরান আকমল। আরেক ওপেনার তামিম বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। মোহাম্মদ ইরফানকে পরপর দুই চার হাঁকানোর পর আরেকটি বাউন্ডারির চেষ্টায় ফিরে যান তামিম। ফাইন লেগে ১১ বলে ১১ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের দারুণ ক্যাচ নেন জুনায়েদ খান।

বাজে শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ হাফিজের ৫২ বলে ৫৯ ও ড্যারেন স্যামির ১১ বলে ২৯ রানের ওপর ভর দিয়ে দেড়শ ছাড়ায় পেশাওয়ারের সংগ্রহ। রানের খাতা খোলার আগেই ফিরে যান আহমেদ শেহজাদ। তবে কুমার সাঙ্গাকারার ৫৭ ও শোয়েব মাকসুদের ওপর ভর করে দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় মুলতান। কাইরন পোলার্ডকে (১৩ বলে ২১) নিয়ে বাকিটা সহজেই সারেন শোয়েব মালিক। অধিনায়ক ৩০ বলে অপরাজিত থাকেন ৪২ রানে।