Wed. Oct 15th, 2025
Advertisements

ভারতীয় ক্রিকেটার আম্পায়ারকে মারতে গেলেন!খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮: রান আউটের সিদ্ধান্ত মানতে না পেরে আম্পায়ারকেই মারতে গেলেন ভারতীয় ক্রিকেটার জয়ন্ত দত্ত। যা নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে ( সিএবি) রিপোর্ট জমা দিচ্ছেন আম্পায়রা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার পি অ্যান্ড টি মাঠে। দ্বিতীয় ডিভিশন লীগে মৌরি স্পোর্টিং ক্লাব বনাম সিটি অ্যাথলেটিক ক্লাবের খেলায়। আগে ব্যাট করে দুই দিনের খেলার প্রথম দিনে ২৬৯ রানে অলআউট হয়ে যায় সিটি অ্যাথলেটিক ক্লাব। এই ম্যাচে আম্পায়ার নিতাই চক্রবর্তী ও বিশ্বজিৎ সাহার একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটি এসির ক্রিকেটার জয়ন্ত দত্ত।

একাদশের বাইরে থাকা সিটির এই ক্রিকেটার সাইড বেঞ্চে বসে থেকেই আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে বাজে মন্তব্য করে যাচ্ছিলেন। সিটির ব্যাটসম্যান সঞ্জয় ধরকে রান আউটের সিদ্ধান্ত দিয়ে মাঠ ছাড়া করেন নিতাই চক্রবর্তী। তারপর পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে।

প্রথম ইনিংসের বিরতিতে আম্পায়াররামাঠ থেকে বের হওয়ার সময় তাদের ব্যাট দিয়ে মারার জন্য তেড়ে যান জয়ন্ত। বিষয়টি নিয়ে সিএবিতে রিপোর্ট করেছেন আম্পায়াররা।-ক্রিকইনফাে