Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮: শ্রীদেবীর মৃত্যু বলিউড তথা গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ইন্দ্রপতন বললেও বোধহয় কম বলা হবে। অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র দুনিয়ার কাছে একটা ‘সদমা’। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ” শ্রীদেবীর অকাল মৃত্যু একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্রে ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বহু চরিত্রে অভিনয়ই স্মরণীয় হয়ে থাকবে। শ্রীদেবীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

শ্রীদেবী আকষ্মিক মৃত্যুতে মর্মাহত বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও। দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার রাত ১১থেকে ১১.৩০ নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সূত্র: জি নিউজ