Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮: সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী।

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৫৪ বছর বয়সে তিনি মারা যান। ইতোমধ্যে এই অভিনেত্রীর ময়নাতদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই প্রাইভেট এয়ারলাইন্সে সোমবার মুম্বাই পৌঁছাবে তার মরদেহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে শ্রীদেবীর পরিবারের সদস্যরা জানান, আমরা যখন যে বিষয়ে জানতে পারবো যথাসময়ে তা আপনাদের জানাবো।

ওই বিবৃতিতে তারা আরও জানান, মরদেহ ঠিকভাবে মুম্বাই পৌঁছালে সোমবার সম্পন্ন হবে কিংবদন্তি এই অভিনেত্রীর শেষকৃত্য।

শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়পান। তাকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার বলা হয়। কারণ তিনিই প্রথম ও একমাত্র অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারত এবং বলিউডে সমানভাবে সফল। ভিন্ন ঘরানা থেকে পুরোপুরি বাণিজ্যিক, সব ধরনের ছবিতেই তিনি স্বাচ্ছন্দে অভিনয় করেছেন।

১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। এরপর ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমায় অভিনয় করে তিনি সবার প্রশংসা কুড়ান। তারই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে ‘সোলবা শাওন’ চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে তার অভিষেক হয়।

শ্রীদেবীর বর্ণাঢ্য ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ চলচ্চিত্রটি। এই সিনেমায় তার অভিনয় দর্শকমনে আলাদা একটি জায়গা করে নেয়। এরপর আর তাকে থামায় কে? একে একে দর্শকদের উপহার দিয়ে গেছেন মাওয়ালি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, তোহফাহ, চালবাজ, লামহে, গুমরাহ, নাগিনা, জুদাই’র মত সব জনপ্রিয় চলচ্চিত্র। স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে পেয়েছেন ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার।

বিভিন্ন ভাষার প্রায় ৩০০ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার অকস্মাৎ এই মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতিসহ চলচ্চিত্র জগতের তারকারা শোক প্রকাশ করেছেন।