খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: গত ২৪ ফেব্রুয়ারি মারা গেলেন ভারতের হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার খ্যাত গুণী অভিনেত্রী শ্রীদেবী কাপুর। প্রথমে জানা গিয়েছিল হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ জানায় যে, পানিতে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে।
বেশকয়েকদিন ধরেই দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স নামে একটি হোটেলে শ্রীদেবী ছিলেন। হোটেল রুমের বাথরুমের বাথটাবের পানিতে ডুবেই নাকি শ্রীদেবীর মৃত্যু হয়েছে। অতি সামান্য উচ্চতার বাথটাবটিতে পানি ভরলে উচ্চতা দেড় ফুটের বেশি হবে না! তাতে কী করে ডুবে গেলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার ওই অভিনেত্রী! অনেকের মনেই প্রশ্ন জাগছে।
দুবাই পুলিশ জানিয়েছে, অচৈতন্য অবস্থায় পানিতে ডুবে গিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু, অচৈতন্য হলেন কী ভাবে? সে প্রশ্নের জবাব মেলেনি।
প্রশ্ন রয়েছে শ্রীদেবীর স্বামী বনি কপূরের ভূমিকা নিয়েও। কারণ, দুবাইয়ের সংবাদপত্র ‘খালিজ টাইমস’ প্রথমে জানিয়েছিল, বনি সেই সময় হোটেলে শ্রীদেবীর ঘরে ছিলেন। স্বামীর সঙ্গে ডিনারে যাবেন বলে শ্রীদেবী তৈরি হতে গিয়েছিলেন বাথরুমে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি বেরিয়ে না আসায় । তার স্বামী বাথরুমের দরজা ভেঙে স্ত্রীকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় শ্রীদেবী নাকি বাথটাবের ভিতরেই পড়ে ছিলেন। এরপর অনেক চেষ্টা করে জ্ঞান ফিরিয়ে আনতে না পেরে এক বন্ধুকে ডেকে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা শ্রীদেবীকে মৃত বলে জানিয়ে দেন।
আবার অন্য একটা সূত্র বলছে, রাত সাড়ে ১০টা নাগাদ রুম সার্ভিসে ফোন করে তাঁর ঘরে পানি দিতে বলেছিলেন শ্রীদেবী। মিনিট ১৫ পর হোটেলের এক কর্মী শ্রীদেবীর ঘরে পানি দিতে গিয়ে তাঁর কোনও সাড়া পাচ্ছিলেন না। একাধিক বার ডোর বেল বাজানোর পর যখন দরজা খোলেননি শ্রীদেবী, তখন হোটেল কর্তৃপক্ষ ভিতর থেকে বন্ধ থাকা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। ঘরে ঢুকে তাঁরা দেখেন, শ্রীদেবী বাথটাবে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তা হলে বনি সেই সময় কোথায় ছিলেন?
শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষা-নিরীক্ষার পরে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানে বলা হয়েছে অচৈতন্য অবস্থায় পানিতে ডুবে মৃত্যু। অচৈতন্য কী ভাবে হলেন? একটা সময় জানা গিয়েছিল, ময়নাতদন্তে মৃতের শরীরে অ্যালকোহল পাওয়া গিয়েছে। কিন্তু সেই অ্যালকোহলের পরিমাণ কতটা, সে সম্পর্কে কিছু জানা যায়নি। ডেথ সার্টিফিকেটে তাঁর অচৈতন্য হয়ে পড়ার কথা থাকলেও অ্যালকোহলের কারণেই তা হয়েছিল কি না সে ব্যাপারে কোনও আলোকপাত করা হয়নি।
উঠছে আরও একটি প্রশ্ন। ভাগ্নের বিয়ের পর মেয়ে খুশিকে নিয়ে মুম্বই ফিরে এসেছিলেন বনি কপূর। দুবাই ফিরে যান দু’দিন পর। ওই দু’দিন হোটেলেই ছিলেন শ্রীদেবী। একা। তাঁকে এক বারের জন্যও ঘরের বাইরে দেখা যায়নি। কেন? অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী? সে কারণেই তাঁকে বাইরে দেখা যাচ্ছিল না? তিনি কি অবসাদ কাটাতে ওষুধ খেতেন? জানা যায়নি।
এ সমস্ত ক্ষেত্রে এ দেশের ফরেন্সিক বিশেষজ্ঞেরা কোন কোন দিক খতিয়ে দেখেন? কলকাতার একটি সরকারি হাসপাতালের এক ফরেন্সিক বিশেষজ্ঞ বলছেন, ‘‘আত্মহত্যা (সুইসাইডাল) বা খুনের (হোমিসাইডাল) প্রাথমিক প্রমাণ না পেলে ময়নাতদন্তের রিপোর্টে আমরা ‘অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং’ বা ‘দুর্ঘটনায় ডুবে মৃত্যু’ বা ‘ডুবে আকস্মিক মৃত্যু’ লিখি না। শুধু ‘ডুবে মৃত্যু’ বা ‘ড্রাউনিং’ লিখি। এ বার সেটা আত্মহত্যা, নাকি খুন বা দুর্ঘটনা, তা তদন্ত করে দেখার কাজটা পুলিশের। আমাদের নয়।’’
ডুবে মৃত্যু কত রকমের হতে পারে?
কলকাতার ফরেন্সিক বিশেষজ্ঞেরা বলছেন, তিন রকমের। না জেনে পানিতে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হতে পারে। পানিতে ডুবে আত্মহত্যা হতে পারে। বা, কেউ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে খুন করতে পারে। গলায় ফাঁসের দাগ ছাড়া তিন রকমের ডুবে মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে সাধারণত, কোনও ফারাক থাকে না। এ দেশে গঙ্গা বা কোনও নদী, পুকুর বা লেকে ডুবে মৃত্যুর ঘটনা হাতে আসে ফরেন্সিক বিশেষজ্ঞদের। হোটেলের ঘরের বাথটবে ডুবে মৃত্যুর ঘটনা এ দেশে তেমন একটা নেই বলেই জানিয়েছেন ওই বিশেষজ্ঞ।
ফরেন্সিক বিশেষজ্ঞদের বক্তব্য, রিপোর্টে যা প্রকাশ করা হয়েছে, তাতে কোথাও বলা হয়নি, শ্রীদেবীর শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মিলেছে। বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। তাই খুন বলা যাচ্ছে না। কোনও ভারী জিনিস দেহে চাপিয়ে শ্রীদেবী বাথটাবে ডুবে আত্মহত্যা করেছেন, এমন প্রমাণও পাননি দুবাইয়ের ফরেন্সিক বিশেষজ্ঞরা।
শোনা যাচ্ছে বনি কপূরকে দুবাই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই হোটেলেও গিয়েছে তারা। সিল করে দিয়েছে শ্রীদেবীর সেই ঘর। নানা প্রশ্নের উত্তর দুবাই পুলিশও খুঁজছে। সূত্র: আনন্দ বাজার