Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: শ্রীদেবী মারা গেছেন প্রথমে বিশ্বাসই হয় নি। তিনি আমার প্রিয় নায়িকা ছিলেন।

আমার কৈশোরে
তার সিনেমা দেখতাম। তার মত সুন্দর চেহারা খুব কমই দেখেছি। তার চোখ অপরুপ সুন্দর।

মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। চাইল্ড আর্টিষ্ট হিসেবে পুরষ্কারও পেয়েছিলেন। ‘জুলি’ ছবিতে চাইল্ড আর্টিষ্ট হিসেবে কাজ করেছেন।

‘সোলা শাওয়ান্ত’ ছবিতে প্রথম হিরোইন হন। ‘হিম্মতওয়ালা’ ছবির মাধ্যমে তিনি প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন। তার অভিনীত ‘চাঁদনী’ ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন। পথম ছবিগুলোতে তিনি হিন্দি বলতে পারতেন না। তার ডাবিং অন্য কাউকে করতে হতো।

‘আখেরী রাস্তা’ ছবিতে তার ডাবিং করেছিলেন অভিনেত্রী রেখা। ‘চাঁদনী’ ছবি থেকে তিনি নিজের কন্ঠ নিজে দিতে শুরু করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রীতে ভুষিত করেছে। গত শনিবার রাতে তিনি হার্ট এ্যাটাক করেন।

এ সময় তিনি দুবাইয়ে তার স্বামী বনি কাপুরের বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবি কাপুর সিনেমা করছেন। তার প্রথম ছবি নিয়ে শ্রীদেবী খুব উচ্ছ্বসিত ছিলেন।
পরিচিতি: নাট্যনির্মাতা
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ