Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮:  পল্লীকবির মধুর চরণ ‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে’কে উপজীব্য করে মার্চের ১,২ ও ৩ তারিখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হবে শিশু সংগঠন আবোল তাবোলের রজতজয়ন্তী উৎসব। এতে নবীন-প্রবীণরা অংশ নেবেন।

দীর্ঘ ২৫ বছর ধরে চলা এই সংগঠনের রজতজয়ন্তী উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী আফরোজা বানু,অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাট্যনির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী, অভিনেতা টুটুল চৌধুরীসহ রঙিন জগতের সব তারকারা।

তিনদিন ব্যাপী এই উৎসবের থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা, অতিথি তারকাদের সংবর্ধনা-শুভেচ্ছা বিনিময়, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, নবীন-প্রবীণ আবোল-তাবোলদের স্মৃতিচারণসহ আরো অনেক পর্ব।

সংগঠনের সভাপতি এড. দেবাহূতি চক্রবর্তী বলেন, ‘২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব আবোল-তাবোলের মিলনমেলায় অচিরেই মুখর হবে রাজবাড়ী। একটি শিশু সংগঠন হিসেবে এই দীর্ঘ যাত্রা ছিল অনেকাংশে আনন্দের।’

তিনদিনে তিন পর্বে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা। এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান।