Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮: বলিউডে সিনেমায় ২০১৮ সালটা নায়কদের খলনায়ক হয়ে যাওয়ার পালে যেনে হাওয়া লেগেছে। এক দুই নয় তিন খানকেয় এবার পদায় নায়ক নয় ভিলেন চরিত্রে দেখা যাবে। এই বছরে বিগ বাজেটের বেশ কিছু সিনেমায় নায়কদের খলনায়কের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে সালমান, অক্ষয়, আমির, শাহরুখ,সুশান্ত সিংহকে ।

শুরু অক্ষয় কুমারের সবচেয়ে বিগ বাজেটের ছবি হওয়ার সম্ভাবনা পরিচালক এস শঙ্করের ‘টু পয়েন্ট জিরো’। ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে ছবির খলনায়ক, ‘ডক্টর রিচার্ড’-এর ভূমিকায়। রজনীকান্ত রয়েছেন ‘ডক্টর ভসীগরন’ ও ‘চিট্টি’র ভূমিকায়। ছবিতে দেখা যাবে অ্যামি জ্যাকসনকেও।

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সাফল্যের পর সালমান খানের হাতে দুটি হিট সিক্যুয়েল আছে।   ‘রেস থ্রি’ ও ‘কিক টু  ছবিতে সালমানকে দেখা যাবে খলচরিত্রে। রেমো ডি’সুজার পরিচালনায় ‘রেস থ্রি’  মুক্তি পাওয়ার কথা আগামী ১৫ জুন। ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল ও অনিল কাপুরও। ২০১৪ সালে সাজিদ নাদিয়াওয়ালার ‘কিক’ ছবির প্রিক্যুয়েল হবে ‘কিক টু’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষে।

আমির খানের খলনায়কের ভুমিকায় দেখা যাবে ‘ঠগস অব হিন্দোস্তান’তে । বলিউডের মিস্টার পারফেকসনিস্টর লুকেই খল চরিত্র ফুটে উঠেছে। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ। চলতি বছরে দীপাবলির সময়ে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

‘ড্রাইভ’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতকেও দেখা যাবে খল চরিত্রে। হলিউডের ‘ড্রাইভ’ নামক ছবি থেকেই এই ছবির গল্প নেওয়া হয়েছে। তরুণ মনসুখানি পরিচালিত ও কর্ণ জোহর প্রযোজিত এই ছবিতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকেও।

‘জিরো’ ছবির পর শাহরুখের আগামী প্রোজেক্ট নাকি ‘ডন থ্রি’। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন’, ‘ডন টু’-এর পর ফের ‘ডন থ্রি’-তে শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায়।