খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮: স্বাক্ষর একজন বেকার ছেলে।সে ভালোবাসে প্রেমাকে। কিন্ত সেই ভালোবাসা দিন দিন ফিকে হয়ে আসছে। কারণ প্রেমার খুব তাড়াতাড়ি অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। এরইমধ্যে চাকরি পেয়ে যায় স্বাক্ষর। তবে গতানুগতিক কোন ডিউটি নয়। তাকে বসের বাসায় আসতে হবে প্রতি সন্ধ্যায় এবং বস একটি গল্প বলবেন সেটি নোট করে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা। শুরু হয় গল্প বলা। স্বাক্ষরও তার খাতা কলম নিয়ে প্রস্তুত। গল্পের কিছুদুর এগোতেই ঘটনা মোড় নেয় অন্য দিকে। স্বাক্ষরের বুঝতে বাকি থাকে না এটি তার বসের বাস্তব জীবনেরই গল্প। যা কিনা এত নির্মম ও বেদনাদায়ক যেটি তিনি প্রকাশ করতে চান বইয়ের পাতায় পাতায়। জানাতে চান পাঠকদেরকে। এমনই গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘রাইটার’।
আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এর বিভিন্ন চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব, আজমেরী হক বাঁধন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, শ্রাবন্তী শ্রাবন, প্বার্থ নন্দী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ি, মোহনা প্রমুখ অভিনয় করেছেন।
২ মার্চ (শুক্রবার) নাটকটি রাত আটটায় আরটিভিতে প্রচারিত হবে।