Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮:  ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চেও উঠে এল সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নাম। পাশাপাশি স্মরণ করা হল প্রয়াত অভিনেতা, প্রযোজক শশী কাপুরকেও। এই দুই অভিনেতাকে স্মরণ করার পরই সোমবার ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার প্রদান অনুষ্ঠান।

সম্প্রতি বলিউড হারিয়েছে তাদের দুজন সেরা অভিনয়শিল্পীকে। বলিউডের স্বপ্নকন্যা শ্রীদেবী অকালপ্রয়াত হয়েছেন গত মাসের ২৪ তারিখ আর আরেক মহাতারকা শশি কাপুর মারা গেছেন গত বছরের ৪ ডিসেম্বর।

আর লিজেন্ডারি এই দুই অভিনয়শিল্পীর উদ্দেশে ট্রিব্রিউট প্রদান করেছে হলিউড। তাদের বৃহত্তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নাইটে (অস্কার নাইট) তাঁদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এ প্রসঙ্গে তার ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, খুব ভালো লাগল দেখে যে হলিউড আমাদের দুই কিংবদন্তি অভিনয়শিল্পীর প্রতি তাদের সম্মান দেখাল। এটা সত্যিই আনন্দদায়ক ছিল। আমি অভিভূত। অস্কার আয়োজকদের ধন্যবাদ। সূত্র : জি নিউজ