খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ : ভারতের টালিউডের উঠতি তারকা মৌমিতা সাহার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে কলকাতার অশোকনগরের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অবসাদের ( ক্লান্তির) জেরে আত্মহত্যা করেছেন মৌমিতা।
তার বাড়ি কলকাতার হুগলির ব্যান্ডেলে। সিরিয়ালের কাজে সুবাদে রিজেন্ট পার্ক থানা এলাকার অশোকনগরে বছর দুয়েক আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন ২৩ বছর বয়সী মৌমিতা সাহা।
শুক্রবার দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে শুক্রবার রাতে দরজা ভেঙে তার ওড়না পেছানো ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন মৌমিতা। তদন্তের স্বার্থেই সম্পর্কেই দিকগুলিও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া