Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ :  বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান। জাতিগত দিক থেকে পাকিস্তানি নাগরিক হলেও, তার চলাফেরা বলিউডের অলিগলিতে। নানা ধরণের মন্তব্য করে ও কা- ঘটিয়ে আলোচনায় থাকাই তার পছন্দ। যার কারণে একাধিকবারই তিনি বিতর্কিত হয়েছেন। এবার রমেশ যোশী নামের মন্দিরের এক পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন আরশি খান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পুরোহিত। তার দাবি, আরশি তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু বারবার চেয়েও সেই টাকা ফেরত পাওয়া যায়নি।

রমেশ যোশীর দাবি তার কাছ থেকে টাকা নিয়ে ফেরৎ দেননি আরশি। আর সেই কারণে মুম্বাইয়ের সমতা নগর থানায় আরশির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

রমেশ যোশী বলেছেন, ২০১৫-র সেপ্টেম্বরে তার সঙ্গে আরশির পরিচয় হয় এবং এরপর তিনি প্রায়ই মন্দিরে আসেন। ২০১৫-র ৫ ডিসেম্বর মন্দিরে এসে আরশি বলেন যে, তার মোবাইল ও পার্স কেউ চুরি করে নিয়েছে। এজন্য তার কাছ থেকে আরশি ৪০ হাজার টাকা ধার নেন। রমেশ যোশীর অভিযোগ, কিন্তু ওই টাকা নিয়ে যাওয়ার পর আর কোনওদিন মন্দিরে আসেননি আরশি। বারবার ফোন করেও কোনও উত্তর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আরশির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত করছে।

অন্যদিকে, আরশিও পাল্টা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। আরশির অভিযোগ ওই পুরোহিত অশ্লীলভাবে তার শরীরে হাত দিয়েছেন।

‘বিগ বস-১১’ এর সিজন থেকেই একে একে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন আরশি খান। কখনও অন্য প্রতিযোগীদের বিরুদ্ধে তার মন্তব্য, আবার কখনও বা স্বল্প পোশাকে সুইমিং পুল থেকে উঠে আসা- এমন অনেক কিছুর জন্যই তিনি ভাইরাল।

আরশির বেঁফাস মন্তব্যের স্বীকার হয়েছিলেন ক্রিকেটার শহিদ আফ্রিদি ও মাহেদ্র সিং ধোনিও। আফ্রিদির সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছে, তিনি তার সন্তানের মা হতে চলেছেন বলে মন্তব্য করেছিলেন। তার পাগলামীর স্বীকার হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানও। সূত্র: একুশে টিভি