Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ মার্চ ২০১৮ : বিয়েতে এবার উল্টাপূরাণ। বারাত নিয়ে বিয়ে করতে এলেন পাত্রী। উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী শহর পাটনায়। চিয়াচরিত সমাজকে একটি বিশেষ বার্তা দিতেই এই অভনব সিদ্ধান্ত নিয়েছে বর-কনে। পাত্রী স্নেহলতা,  পাত্রের নাম অনিল কুমার যাদব। বিহারের আদি বাসিন্দা হলেও দু’জনেই থাকেন অন্য রাজ্যে। অনিল ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন। এখন বিশাখাপত্তনমে পোস্টিং।

দেশের বিভিন্ন প্রান্তে এখনও রয়েছে পণ বা অন্যান্য নানান সামাজিক কুপ্রথা। সেই সকল কুপ্রথা দূর করতেই নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন স্নেহলতা। নিজের অভিপ্রায়ের কথা জানিয়েছিলেন হবু স্বামী অনিলকে। প্রথমে বিশেষ গুরুত্ব না দিলেও পরে রাজি হয়ে যান তিনি। আর রচিত হয় নয়া ইতিহাস।

অনিল কুমার যাদবের মতে, আমাদের সমাজে তো ভিনজাতে বিয়েও একটা অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনওকিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এখানে কনে বারাত নিয়ে ব্যান্ড বাজিয়ে বিয়ে করতে আসবে, এমনটা অনেকেই ভাবতেই পারে না। কিন্তু আমাদের বাবা-মা এতে রাজি হন।

কনে স্নেহলতার বলেন, সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা দূর করার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা ওদের বলছিলাম। এরপরই আমি আমার হবু বরকে বলি যে, বারাত নিয়ে আমি যাব, ও নয়। প্রথমে ও এটাকে মজা হিসেবেই নিয়েছিল। কিন্তু পরে সবাই এতে রাজি হয়। সূত্র: কলিকাতা নিউজ