খােলা বাজার২৪। বুধবার , ২১ মার্চ ২০১৮ : শেষ হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির আইটেম গানের শুটিং। সোমবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে এই আইটেম গানে অংশ নেন নায়িকা পপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।
আইটেম গানের শুটিংয়ে মন্ত্রীর উপস্থিতি সম্পর্কে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘শাজাহান খান আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করি। আমার ছবির শুটিং দেখার জন্য দাওয়াত করেছিলাম বন্ধুকে। এখানে তিনি মন্ত্রী হিসেবে আসেননি। এসেছেন শুধুই আমরা বন্ধু হিসেবে। তা ছাড়া শাজাহান খান যেকোনো কালচারাল অনুষ্ঠান অনেক পছন্দ করেন। অনেক শিল্পমনা মানুষ, গতকাল আমাদের শুটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন, এনজয় করেছেন। বন্ধুকে শুটিংয়ে পেয়ে আমারও ভালো লেগেছে।’
‘সাহসী যোদ্ধা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন আমিন খান ও পপি। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ। সূত্র : এনটিভি অনলাইন