Wed. Oct 15th, 2025
Advertisements


খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮ঃ  ঘরবাড়িতে থাকা গাছপালার আছে বিস্ময়কর আরোগ্য ক্ষমতা। গাছ উৎপাদনশীলতা ও সৃষ্টিশীলতায় অবদান রাখে। তাই বারান্দায় টবে কিংবা রান্নাঘরের সামনে সামান্য বাগান থাকলে এগুলোর চাষ করতে পারেন।

এলোভেরা

ঘরবাড়ির বাতাসকে বিশুদ্ধ রাখতে অনন্য এই উদ্ভিদ। এলোভেরায় বিদ্যমান জেল আপনাকে সানবার্ন, ব্রণ, ত্বকের জ্বালাপোড়া ও শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। এলোভেরা জেল পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পিপারমিন্ট

এতে রয়েছে অনন্য জীবাণু ও ব্যাকটেরিয়ারোধী গুণ। মাথাব্যথা, ত্বকের জ্বালাপোড়া, ব্যথা, পেটফাঁপা, বদহজম ইত্যাদি সমস্যায় দারুণ কার্যকরী মেনথল। পাকস্থলীর প্রদাহ নিরসনেও কাজের জিনিস।

রোজমেরি

বেশির ভাগ মানুষ এর গুণ সম্পর্কে সচেতন নন। শত শত বছর ধরে রোজমেরি মানুষের অনেক উপকার দিয়ে আসছে। এটি স্মৃতিশক্তি বাড়ায়। রোজমেরি পেশির ব্যথা কমায়। এই উদ্ভিদ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংবহনতন্ত্র উন্নত করে।

ল্যাভেন্ডার

বলা হয়, যার বাড়ির টবে বা বাগানে ল্যাভেন্ডার আছে, তার আশপাশে অনেক রোগই ভিড়তে পারে না। মানসিক চাপ কমাতে দক্ষ। মুহূর্তেই মেজাজ ঠিকঠাক করে দিতে পারে। এর সুগন্ধ গভীর ঘুম আনে। ত্বকের প্রদাহ হ্রাস করে। চুল পড়া রোধে সহায়ক। হজম সংক্রান্ত ঝামেলা দূর করে।

তুলশি

রোগ নিরাময় ক্ষমতার বিচারে তুলশি আরেক বিস্ময়। স্করপিয়নের মতো বিষাক্ত প্রাণীর কামড়ে প্রাচীন গ্রিসে তুলশি দিয়ে চিকিৎসা দেওয়া হতো। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যান্সার ও ডায়াবেটিস রোগীদের উপকারী। ব্যথা উপশমের গুণ আছে এতে। জ্বর এলে তুলশির চায়ের তুলনা নেই।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে খসরু নোমান