Wed. Oct 15th, 2025
Advertisements


খোলাবাজার২৪.শনিবার ০৪ আগস্ট , ২০১৮ঃ   মেয়ে আরাধ্য বচ্চনের জন্য চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর ফিরে এসে অভিনয় করেছেন সঞ্জয় গুপ্তের ‘জাজবা’ (২০১৫), ওমাং কুমারের ‘সর্বজিৎ’ (২০১৬) এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬) ছবিতে। কিন্তু একটি ছবিও বক্স অফিসে সফলতার মুখ দেখেনি।

পরপর তিনটি ছবি ফ্লপ হওয়ায় ভেঙে পড়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভেবেছিলেন ‘ফান্নে খান’ হয়তো সেই খড়া কাটাতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটিও বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি।

শুক্রবার (৩ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। একদিনে মাত্র ১ কোটি ৮৫লাখ রুপি আয় করেছে ‘ফান্নে খান’।

বেলজিয়ামের ছবি ‘এভরিবডিস ফেমাস’ ছবির রিমেক ‘ফান্নে খান’৷ এটি পরিচালনা করেছেন অতুল মাঞ্জরেকর৷  এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে কাজ করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন-অনিল কাপুর। আরও আছেন রাজকুমার রাও, দিব্যা দত্ত প্রমুখ।