Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার ২৪, সোমবার,  ১৫ অক্টোবর ২০১৮ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘আরএমজি ফাইনান্সিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৫ অক্টোবর ২০১৮ সোমবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আব্দুর রহীম দুয়ারি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বৈদেশিক বাণিজ্য  ও বিনিয়োগ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। বৈদেশিক মুদ্রা অর্জন ও জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখায় এ খাতে বিনিয়োগের পরিমাণও বেশি। আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ব্যবস্থাপনা পরিচালক কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগে দক্ষতা অর্জনের নির্দেশ প্রদান করেন।