Tue. Sep 16th, 2025
Advertisements

SAMSUNG CAMERA PICTURES
খোলা বাজার ২৪, সোমবার,  ১৫ অক্টোবর ২০১৮ঃ  মো: রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের অপহৃত ছাত্রী অমি খানম (১৭)কে উদ্ধারের দাবীতে মাবনবন্ধন করেছে উক্ত কলেজের শিক্ষার্থীরা।সোমবার সকাল ১১টায় কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবিলম্বে অপহৃত ছাত্রী অমি খানমকে উদ্ধার এবং অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য দাবী জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ১১ অক্টোবর সকাল ৯টা ৩০মিনিটে কলেজে আসার পথে অপহরণ হয় কলেজ ছাত্রী অমি খানম। অমি খানমের পিতা মোঃ মনির হোসেন খান  জানান, উপজেলার দত্তেরগাঁও গ্রামের সবুজ খানের ছেলে লিমন খান (২০) তার মেয়েকে কলেজে আসা যাওয়ার পথে প্রেম নিবেদনসহ কু প্রস্তাব দিয়ে আসছে। ফলে বিষয়টি লিমন খানের পিতা-মাতাকে জানালে লিমন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে লিমন তার বন্ধুদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় ১৩ অক্টোবর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মেয়েটি প্রাপ্ত বয়স্ক। অপহরনের বিষয়টি সন্দেহ ভাজন। আমরা অমি খানমকে উদ্ধারের চেষ্টা করছি।