Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার ৩১ অক্টোবর ২০১৮ঃ মিজানুর রহমান,দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে রবি/ ২০১৮-১৯ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা ও বিটিবেগুন ফসলের জন্য বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৫,কুষ্টিয়া-১ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি অফিসার এ,কে,এম কামরুজ্জামান সহ কৃষি অফিসের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে ১৯৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ১ কেজি, ভুট্টাবীজ ২ কেজি, ড্যাপ সার ২০ কেজি ও এম.ও.পি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।