Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার ৩১ অক্টোবর ২০১৮ঃ   মো.রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর প্রয়াত পৌর মেয়র  লোকমান হোসেন হত্যা মামলার বিচারের দাবিতে উত্তাল নরসিংদী। পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে আমজনতা। লোকমান হত্যার আত্মস্বীকৃত খুনি গ্রেফতারকৃত আসামী মোবারক হোসেন মোবার দেয়া তথ্য মতে পৌর শহরের পশ্চিম ব্রাহ্মন্দীস্থ তার শশুরের বাড়ী থেকে ৭ রাউন্ড গুলিসহ ২ টি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকান্ডের সাত বছর পর হত্যার মূল পরিকল্পনাকারী মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুপম কুমার সরকার ও জাকারিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। উপপরিদর্শক রুপম কুমার সরকার বলেন, মোবারক হোসেন মোবা নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

ওই মামলার অভিযোগপত্র অনুযায়ী তিনি ওই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী। এতদিন তিনি পলাতক হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ২৫ অক্টোবর মোবারক দেশে ফেরেন। নরসিংদীতে তার মালিকানাধীন একটি জমি বিক্রি করতেই তিনি দেশে এসে আত্মগোপনে ছিলেন। তিনি আরও বলেন, মোবারক হোসেন মোবা মেয়র লোকমান হোসেন হত্যাকান্ডের এক সপ্তাহ আগে দেশ ত্যাগ করেন।

এতদিন তিনি দুবাই ও মালয়েশিয়াতে পলাতক হিসেবে আত্মগোপনে ছিলেন। পুলিশ সবসময় তার ওপর নজর রাখছিল। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  তিনি আরও বলেন ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে,আদালত ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।  

উল্লেখ্য ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এর মধ্যে এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। মামলা তদন্ত শেষে পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে মোবারককে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। এ দিকে লোকমান ভক্তরা মোবার ফাঁসির দাবীতে আদালত প্রাঙ্গন ও পুলিশ সুপারের কার্যালয়ে মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।