Wed. Oct 15th, 2025
Advertisements

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার আহ্বান

খোলা বাজার ২৪,রবিবার,০৪ নভেম্বর ২০১৮ঃ হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহর মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।

রবিবার (৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কওমি সনদের স্বীকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ায় আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এই শোকরানা মাহফিলের আয়োজন করেছেন। এছাড়া আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকেও এই মাহফিলে সংবর্ধনা জানানো হবে।

হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও আলেমরা এ মাহফিলে যোগ দিয়েছেন। এ মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে শনিবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী।