Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্পোর্টস ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘আন্তঃকানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর, ২০১৮ বনানীর সোয়াট খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। ফাইনালে ব্রাদার্স এফসি চ্যাম্পিয়ন ও  হক’স আর্মি রানারআপ হয়। ম্যান অব দি টুর্নামেন্ট- সামিউল এহসান বরকতি, সেরা গোলদাতা- রিফাত আহমেদ এবং সেরা গোলকিপার- সামির আল হোসেন নির্বাচিত হয়। 

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.)। এ টুর্নামেন্টের সার্বিক ত¦ত্তাবধায়নে ছিলেন বিজনেস স্কুলের লেকচারার সাহাবুদ্দিন রিফাত।  

স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নূরুল ইসলাম বাবুল, বিজনেস স্কুলের হেড ও সহযোগী অধ্যাপক জনাব এস. এম. আরিফুজ্জামান, হেড অব স্টুডেন্টস ওয়েলফেয়ার ও বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক জনাব মো. লাতিফুল খাবির, ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্জামান হৃদয় এবং বিশ^বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।