Thu. Sep 18th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,০৯ ডিসেম্বর ২০১৮ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ৪৪ তম ভোলা ব্রাঞ্চ ০৯ ডিসেম্বর, ২০১৮ রবিবার ভোলা শহরের সদর রোডের মহাজনপট্টিতে উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও বিডিবিএল পরিচালনা পর্ষদের পরিচালক শাহাবুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে ব্রাঞ্চটি উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাহাবুদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলায় আরো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বিডিবিএল অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়া ব্যাংকের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, গ্রাহক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য হতে জনাব জুলফিকার আহমেদ, সাবেক পিপি, ভোলা জেলা বার এ্যাসোসিয়েশন, ব্যবসায়ী জনাব আলহাজ¦ মোঃ ফয়সাল প্রমুখ বিডিবিএল ভোলা শাখার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।