Fri. Sep 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,০৯ ডিসেম্বর ২০১৮ঃ  টাঙ্গাইলের সখিপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমির উদ্দিন পিপিএম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মোঃ মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখিপুর থানার ওসি মোঃ আমির হোসেন, সখিপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ শওকত সিকদার, সখিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাকিল আনোয়ার এবং সখিপুর বাজার জামে সমজিদের খতিব আলহাজ্জ মাওলানা সাইফুল্লাহ্ বেলালী। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন মৃধা উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমির উদ্দিন পিপিএম টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে ব্যাংকের নতুন শাখাটিকে স্বাগত জানান। তিনি বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা ও বৈশিষ্ট সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সখিপুরের উন্নয়নে সহযোগী হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।