Mon. Sep 22nd, 2025
Advertisements


খােলাবাজার২৪,মঙ্গলবার,১১ডিসেম্বর ২০১৮ঃ  ফার্স্ট চার্জিং প্রযুক্তির ফোন আর ১৭ প্রো বিক্রির ঘোষণা দিল অপো। ফোনটির প্রি-বুকিং ১০ ডিসেম্বর শুরু হয়েছে। এটি বাজারে পাওয়া যাবে ১৫ ডিসেম্বর থেকে। ফোনটির দাম ৬৯ হাজার ৯৯০ টাকা।

ফোনটিতে দ্রুত চার্জিং প্রযুক্তি সুপার ভিওওসি এবং দ্রুততম কার্যক্ষমতার জন্য ‘ফাস্ট লেন’ প্রযু্ক্তি ব্যবহৃত হয়েছে।

এতে রয়েছে স্মার্ট অ্যাপারচারের দুর্দান্ত সেলফি ও ব্যাক ক্যামেরা এবং ’হিডেন’ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

প্রিমিয়াম মানের অপো আর১৭ প্রো হ্যান্ডসেটটি প্রি-বুক করে গ্রাহকরা পাবেন একটি আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন এবং একটি গ্র্যাডিয়েন্ট স্পোর্টস ওয়াটার বোটল।

ফ্লাগশিপ এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর।

আর১৭ প্রোতে রয়েছে ওয়াটার ড্রপ স্ক্রিন সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। আরো রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর সম্বলিত এই ফোনে নন-রিমুভ্যাবল লি-পো ৩,৭০০ এমএএইচ ব্যাটারি আছে।