Thu. Sep 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৬ ফেব্রুয়ারি ২০১৯ঃ  একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের  ৪৯ জন সংসদের মধ্য পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর থেকে অতিরিক্ত কোনো প্রার্থী না থাকায় বিনা  প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমানকে  সংসদ নির্বাচিত ঘোষণা করেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, আইন অনুযায়ী রোববার আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য কমিশনে উপস্থাপন করা হবে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সাংসদ হিসেবে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।