Thu. Sep 18th, 2025
Advertisements


খােলাবাজার ২৪,শনিবার,১৬ ফেব্রুয়ারি ২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ আন্তঃ জেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
মাধবদী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আমদিয়া ইউনিয়নের একটি কাঠ বাগানে ডাকাত দলেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে মাধবদী থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে দেশীয় অস্ত্রসহ আট জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
আজ শনিবার বিকালে মাধবদী থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।