
এসব পুরনো খবরের ভিড়ে নতুন খবর হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফেরদৌসের সমালোচসা করলেন। শনিবার সকালে (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের এক নির্বাচনী জনসভায় তিনি ফেরদৌসের সমালোচনা করেন।
তিনি ফেরদৌসকে ইঙ্গিত করে বলেন,‘তৃণমূলের অবস্থা যে কতটা খারাপ তা বিদেশিদের নিয়ে এসে নির্বাচনে প্রচার চালানোর ঘটনা থেকেই পরিস্কার হয়েছে। তারা বিদেশিদের ডেকে এনে প্রচার চালাচ্ছেন। ভারতের ইতিহাসে বিদেশিদের দিয়ে প্রচারের নজির ছিল না। এটাই প্রমাণ করে তৃণমূলের ভোটব্যাংকের জন্য মমতা যে কোনো কাজ করতে পারেন।’
এসময় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে সমালোচনা করে বলেন, ‘দিদির স্বপ্নে স্পিড ব্রেকার পড়ে গেছে। বাংলার মানুষ এখন পরিবর্তন চায়। রাজ্যের উন্নয়ন নেই। যুবকরা চাকরি পাচ্ছেন না। এ সরকার থেকে মুক্তির জন্য এখন বিজেপিকে ভোট দিতে হবে।’
পশ্চিমবঙ্গে তৃণমূলের জোয়ার বইছে উল্লেখ করে তিনি বলেন, ‘গোটা দেশ বলছে পশ্চিমবঙ্গে নতুন কিছু হতে চলেছে। বাংলায় বিজেপির সমর্থনের ঢেউ বইছে। কিন্তু এসব কথা শুনতে পাচ্ছেন না তিনি। বিজেপির জনসমর্থন দিদির ঘুম কেড়ে নিয়েছে।