Mon. Oct 27th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার, ১৩মে ২০১৯ঃ মা দিবসে অনেক তারকাই মায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। সেই তালিকায় সামিল হলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

সোশ্যাল ওয়ালে মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মা চিরন্তন। আনন্দ এর ভালবাসা সকলের জন্য। আজ এবং প্রতিদিনের জন্য…।’

ঐশ্বরিয়া জীবনে বৃন্দার ভূমিকা অপরিসীম। কেরিয়ারের শুরু থেকে সব জায়গায় ঐশ্বরিয়া সঙ্গে দেখা যেত তার মাকে।

প্রতিটি পদক্ষেপে তিনি মেয়ের পাশে থেকেছেন। সে কথা বারবার প্রকাশ্যে শেয়ারও করেছেন নায়িকা। মাদার্স ডে-তে তাই মাকে মনে রেখেই সোশ্যাল ওয়ালে ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া।