Fri. Oct 24th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,  বুধবার, ১৫মে ২০১৯ঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশের বিরুদ্ধে এক গর্ভবতী নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।  গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, গুলির কয়েক সেকেন্ড আগে ৪৫ বছর বয়সী পামেলা চিৎকার করে নিজেকে গর্ভবতী বলে কথা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পামেলাকে গুলি করে হত্যা করা হয় তার বাড়ির পার্কিং এলাকায়। একজন প্রত্যক্ষদর্শী সোমবার রাতের অন্ধকারে পুরো ঘটনাটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

টেক্সাস সিকিউরিটি ডিপার্টমেন্টের যেই পুলিশ কর্মকর্তা তাকে হত্যা করেছেন তার নাম প্রকাশ করেনি। তবে জানা গেছে, পামেলার নামে আগে থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই কর্মকর্তা পামেলাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিলেন।

পামেলাকে দেখার পর গ্রেপ্তার করতে চাইলে নানাভাবে তিনি বাধা দিতে থাকেন।  প্রথমে পুলিশকে বলেন, ‘আমি হাঁটছি।  সত্যি আমি হেঁটে বাড়িতে যাচ্ছি।’ এর কিছুক্ষণ পরই একটি গুলির শব্দ শোনা যায়।  তার ঠিক আগে পামেলা বলেন, ‘আমি গর্ভবতী।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই অধিকাংশ মানুষ পুলিশের সমালোচনা করছেন।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, নিহত পামেলা গর্ভবতী ছিলেন না।  পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিলেন।